ডেস্ক : আজ ২৩ জুন। আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকাল নয়টার ধানমণ্ডি বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান তিনি। এ সময় আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।