এস এইচ টিটু : টানা ৪দিনের বৃষ্টিতে পানি বেড়ে হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নের ২টি গ্রাম প্লাবিত হয়েছে।এতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।গত কয়েক দিন অতিবৃষ্টির কারণে নদীতে পানি বেড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সুতাং নদীর পানি বেড়ে যাওয়ায় এবং টানা বৃষ্টির কারণে নূরপুর ইউনিয়নের সুতাং নদী সংলগ্ন মদনপুর গ্রাম ও শ্রীরামপুর গ্রামের এক অংশ প্লাবিত হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উল্লিখিত ২ গ্রামের রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, দোকান, সবজিখেত, পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। ওই এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন।
মদনপুর গ্রামের এক মহিলার সঙ্গে কথা বললে তিনি বলেন , হঠাৎ করে পানি ওঠায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বসতঘর ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।চার-পাঁচ দিন ধরে তাঁরা এই দুরবস্থার মধ্যে আছেন।
গ্রামের লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন তাঁদের এ দুর্যোগের সময় কেউই সহায়তা নিয়ে এগিয়ে আসেননি।