ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধিঃ “অগ্রযাত্রা “সামাজিক সংগঠনের নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
সামাজিক জীবনে বিভিন্ন ইতিবাচক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণে সু-নাগরিক হিসাবে মানবের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে নবীগঞ্জে ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন “অগ্রযাত্রা’র আত্ম প্রকাশ ঘঠলো।
কমিটি গঠনের লক্ষে আজ মঙ্গলবার দুপুর ২টায় নবীগঞ্জ পৌর শহরের শেরপুর রোডস্থ কবি ও গবেষক আফতাব আল মাহমুদ এর বাস ভবন সূর্য দীঘল ছায়ায় এক সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন,কবি, সাহিত্যিক ও গবেষক আফতাব আল মাহমুদ।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে প্রধান উপদেষ্টা হিসেবে কবি ও গবেষক আফতাব আল মাহমুদ, সভাপতি মোঃ রূহুল আমীন শমসের, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আলী হাছান লিটন,সাধারণ সম্পাদক সাংবাদিক ও গীতিকবি এম.মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ্ রূহেল, মহিলা বিষয়ক সম্পাদিকা কাকলী গোপ,সহ- মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা জান্নাত মুক্তা, নির্বাহী সদস্য আসমা জান্নাত মনি,লাভলী মাহমুদ বৃষ্টি,মিথিলা পায়েল কলি, শরিফুল ইসলাম তানভীর,শাহ্ ওমর আলী,শাহ্ মুর্শেদ আলম সাগরকে মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উক্ত আলোচনা সভায় ‘অগ্রযাত্রা’র প্রতিস্টাতা আছমা জান্নাত মনি বলেন ” আমি নেত্রী হওয়ার জন্য বা ব্যাক্তিগত উদ্দেশ্য নিয়ে সংগটন করি না, আমার লোভ একটার জন্য, আর সেটা হলো অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি দেখার লোভ। কারন এই হাসিটা কোটি টাকায় ও কিনতে পাওয়া যায়না যতদিন বেচেঁ থাকবো ততোদিন এদের জন্য আমি কাজ করবো নিজের সামর্থ্য অনুযায়ী।”