সৈয়দ শাহান শাহ পীর: প্রতি বছরের ন্যায় সারাদেশে যথাযোগ্য মর্যাদার সাথে হযরত আলী (রাঃ) এর শাহদাত দিবস পালিত হয়েছে।
জানা যায়,আজ হতে প্রায় ১৩৯৮ বছর পূর্বে অর্থাৎ প্রায় ৪৭ হিজরী ২১ রমজানে স্যায়িদেনা হযরত মোহাম্মদ (সাঃ)এর চাচতো ভাই এবং সেরে-ই-খোদা স্যায়িদেনা হযরত আলী (রাঃ) শাহদাত বরণ করেন।
এ উপলক্ষে আহলে বায়াত পাকপাঞ্জতন ভক্তসহ হবিগঞ্জ জেলার সুতাং সুরাবই,নুরপুর,পাঁচ গ্রাম,সুলতানশী,চন্ডচরী,লস্করপুর,নরপতি,হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় শাহদাত দিবসটি পালিত হয়।