নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর-বারলারিয়া নবনির্মিত এলজিডির সড়কের বেহাল দশায় পরিনিত হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়,ঢাকা-সিলেট মহাসড়ক থেকে নূরপুর গ্রামের ভিতর দিয়ে যাওয়া নূরপুর-বারলারিয়া এলজিডির সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে বেহাল দশা বিরাজ করছে।এই সড়কের বেশীর ভাগ অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী ও স্কুল কলেজে পড়–য়া ছাত্র-ছাত্রীরা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত ৩মাস আগে নতুন করে সড়কটি নির্মান করা হয়েছে।কিন্তু দুঃখের বিষয় নির্মাণ কাজে নিম্নমানের মালামাল ব্যবহার করায় সড়কের অনেকস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে প্রায়ই যানবাহন ও পথচারীদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।
স্থানীয় ও পথচারীদের একি প্রশ্ন ৩মাস আগে এলজিডির অধীনে সড়কটি নির্মান করলে কিভাবে অল্পদিনে বড় বড় গর্তের সৃষ্টি হয়?
এলাকাবাসী গুরুত্বপূর্ন এই নবনির্মিত এলজিডির সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন।