কামরুজ্জামান আল রিয়াদ : শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত ৩জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুর আলম খন্দকারের নেতৃত্বে এসআই জাকির হোসেন সহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ থানার সদর ইউনিয়নের লাদিয়া গ্রামে অভিযান চালায়।
এসময় চুরি করার অপরাধে মামলায় সাজাপ্রাপ্ত আসামী মোঃ ছালেক মিয়া শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত আছমত উল্লার পুত্র ছালেক মিয়া (৩০), একই গ্রামের গোহুর আলীর পুত্র দুলা মিয়া (৩২) ও একই গ্রামের সামছু মিয়ার পুত্র জামাল মিয়া (২৪) কে গ্রেফতার করে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন দৈনিক শায়েস্তাগঞ্জকে বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীরা বহুদিন যাবত পলাতক ছিল।