নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর আদর্শ গ্রামের উদ্যোগে ও ওই গ্রামের লন্ডন প্রবাসীদের সহযোগীতায় রাইয়াপুর আদর্শ গ্রাম ফুটবল টুর্নামেন্ট ২০১৫ মঙ্গলবার বিকেলে ঝাকজমকপুর্ণ ভাবে উদ্ধোধন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় অংশ নেয় আয়ান-আরিয়ান ফুটবল একাদশ নবীগঞ্জ বনাম দিয়া স্পোটিং ক্লাব মৌলভী বাজার সদর।
উক্ত খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে না পারায় ষ্ট্রাইবেকারে গড়ায়। পরে ষ্ট্রাইবেকারে দিয়া স্পোটিং ক্লাব মৌলভী বাজার সদর ৪-২ গোলে বিজয়ী হয়।উক্ত খেলায় বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার লোকের সমাগম ঘটে।
উক্ত খেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার একপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদ আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, দেশ টিভির প্রতিনিধি শ্রীকান্ত গোপ, সাংবাদিক শাকিল চৌধুরী, সুরজ আলী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, চ্যানেল এস এর প্রতিনিধি রাকিল হোসেন, রসমেলার চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, হেলাল চৌধুরী, সাংবাদিক মতিউর রহমান মুন্না।
খেলায় সহযোগীতাকারীদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী ফখর উদ্দিন, ফয়ছল আহমদ, আব্দুল মুকিত, খয়রুল হোসেন, তফিল আহমেদ, বাবুল চৌধুরী, মোহাম্মদ আলী, সাদেক আহমদ শাহান, আহমেদ রশিদ, উকিল আহমদ প্রমুখ।
উক্ত টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহন করবে। আজ বুধবার ইনাতঞ্জ জাগ্রত যুব সংঘ বনাম রয়েল সিলেট উপশহর সিলেট সদর এর মধ্যে ২য় দিনের খেলা অনুষ্টিত হবে। এছাড়া উদ্বোধনী খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন রাইয়াপুর আদর্শ গ্রামের মুরুব্বী ও যুব সমাজ।