বাহুবল প্রতিনিধি : বাহুবলে হেলেনা খাতুন (২৮) নামে প্রবাসীর স্ত্রী খুনের ৬৫ ঘন্টা অতিবাহিত হলেও রহস্য উদঘাটন হয়নি। এ ঘটনা এ পর্যন্ত নিহতের শ্বশুর-শাশুড়িসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো নিহতের শ্বশুর মধু মিয়া (৬০) ও শাশুড়ি রাবেয়া খাতুন (৫৫) এবং সিদ্দেক আলীর পুত্র ইউসুফ আলী (২২)।
গত ১২ জুন সকালে ওই গৃহবধূর মৃতদেহ বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরবর্তী রশিদপুর রেলস্টেশনের কাছে রেল লাইনের উপর থেকে উদ্ধার করে পুলিশ। সে উপজেলার মিরপুর ইউনিয়নের কিলবামই গ্রামের দুবাই প্রবাসী শামীম মিয়ার স্ত্রী, তিন সন্তানের জননী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানায়, উপজেলার কিলবামই গ্রামের প্রবাসী শামীম মিয়ার হেলেনা খাতুন মোবাইল ফোনে সোমবার ভোর ৫ টার দিকে একটি কল আসলে তিনি তা রিসিভ করে কথা বলতে বলতে বাড়ির বাইরে বের হন। পরে রাস্তায় দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিক্সার কাছে গেলে কে বা কারা জোড় করে গাড়িতে তোলে নিয়ে যায়। এসময় তার মেয়ে সপ্তম শ্রেণিতে পড়–য়া হিমু দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় গৃহবধূ হেলেনার মোবাইল ফোনও বন্ধ পান তারা। অনেক খোজাখুঁজির পর সকাল ৮ টার দিকে গৃহবধূর বাড়ি থেকে অন্ততঃ ৫ কিলোমিটার দূরবর্তী রশিদপুর রেলস্টেশনের পশ্চিম আউটার সিগনালের কাছে রেললাইনের উপর গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ঘটনার পরপর এলাকার লোকজন হত্যাকান্ডে জড়িত সন্দেহে একই গ্রামের ছিদ্দিক আলীর ছেলে ইউসুফ আলীকে (২২) আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
পরে নিহতের ভাই পশ্চিম জয়পুর গ্রামের মৃত আব্দুন নূর-এর পুত্র আব্দুল আউয়াল বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা যৌতুকের জন্য হেলেনাকে খুন করা হয়েছে বলে দাবি করা হয়।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় ইউসুফ আলী ছাড়াও নিহতের শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। তবে হত্যাকান্ডের সঠিক কারণ জানা যায়নি।