মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ টানা দু’দিনে প্রবল ভারি বর্ষণ ও পাহড়ী ঢলে হবিগঞ্জের খোয়াই নদীতে বন্যা দেখা দিয়েছে। মঙ্গলবার দুুপুরে বিপদ সীমার ১০০ সেন্টি মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। ফলে শহরতলীর তেতৈয়া এলাকায় নদীর বাধ ভেঙ্গে যাবার আশংকা দেখা দিয়েছে। বাঁধ ভাঙ্গনের ভয়ে এলাকার লোকজন নির্ঘুম রাত কাটাচ্ছে।
মঙ্গলবার বিকেল ৩ টায় জেলা প্রশাসক সাবিনা আলম ও পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তারা নদীর বাঁধ ভাঙ্গন রোধে যথাযথ ভূমিকা নেবেন বলে জানিয়েছেন। স্থানীয়রা জানান, গ্রামের মধ্যাংশে স্থানীয় নাম পাতিল ভাঙ্গা ডর নামে স্থানটিতে কিছুদিন ধরে পানির ¯্রােতে ভয়াবহ আকারে বাঁধ ভেঙ্গে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে।
বিষয়টি এলাকার জনপ্রতিনিধি মোঃ আব্দুল বাছিতসহ লোকজন প্রায় দু’সপ্তাহ আগে পানি সম্পদ বিভাগ কর্মকর্তাকে অবহিত করা হলে পানি কতৃপক্ষ বিষয়টিকে তেমন গুরত্ব দেয়নি। পূঃনবার নদীর পানি বেড়ে বাঁধ ভাঙ্গন শুরু হলে স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পরে। এদিকে উল্লেখিত পাতিল ভাঙ্গা ডরে খোয়াই বেরী বাঁধ ভেঙ্গে যদি বানের পানি শহর ও লোকালয়ে প্রবেশ করে তাহলে জেলাশহরসহ বিস্তীর্ণ জনপদ তলীয়ে যাবে। এমনকি প্রাণহানীসহ অপুরনীয় ক্ষতির আশংকা করছেন লোকজন। তাই ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা নিতে সংশ্লীষ্ট কতৃপক্ষের প্রতি জোর দাবী জানান ভুক্তভোগিরা।
এছাড়া কুশিয়ারা, করাঙ্গি, সুতাং, ভেড়ামোহনা নদীর পানি বাড়ছে। ২ দিন যাবত অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হবিগঞ্জের নদীতে এ বন্যা দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, খোয়াই নদী দিয়ে বর্তমানে বিপদ সীমার ১০০ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত।