মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এর বিরুদ্ধে মনোনয়ন সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, স্থানীয় দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক এবং বীর মুক্তি যোদ্ধা মোঃ গোলাম মোস্তফা রফিক কে গ্রেফতার প্রতিবাদে মানব বন্ধন করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত মানব বন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে বক্তারা, অনতি বিলম্বে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মুক্তির দাবী জানান। অন্যথায় হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সকল সাংবাদিক ও সুশীল সমাজের লোকদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাকে ছাড়িয়ে আনতে বাধ্য করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, ফজলুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জর্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি সায়েদুজ্জামান জাহিরসহ কর্মরত প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিতগণ।
উল্লেখ্য, গত ৮ জুন তার সম্পাদিত সমাচার পত্রিকায় প্রকাশিত হয় কয়েকটি অনলাইন পত্রিকার বরাত দিয়ে আওয়ামীলীগের ৮০ জন এমপি মনোনয়ন থেকে পড়ার সম্ভাবনা রয়েছে এতে হবিগঞ্জ-২ আসনের এমপি মজিদ খানের নামও রয়েছে।
এমন খবর প্রচার হয়ায় গত ৮জুন এমপি মজিদ খানের ভাতিজা বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের যুবলীগ সভাপতি আফরোজ মিয়া বাদী হয়ে সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক নীরঞ্জর সাহা নীরুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।