হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে হাতুড়ে ডাক্তার মমতাজ বেগম রিনার ভুল চিকিৎসায় তুলনা বেগম (২৫) নামে এক মহিলার মৃত্যু ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, বানিয়াচঙ্গ উপজেলার রঘু চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা নেপাল প্রবাসী রুবেল মিয়ার স্ত্রী তুলনা বেগমের প্রসব ব্যথা উঠলে তাকে চিকিৎসার জন্য নেয়া হয় শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার হাতুড়ে ডাক্তার মমতাজ বেগম রিনার কাছে। মমতাজ তার চিকিৎসা করে ব্যর্থ হলে তাকে পাঠানো হয় সদর হাসপাতালে। সেখানে সিজার অপারেশনের মাধ্যমে তুলনার মৃত সন্তান জন্মলাভ করে। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে যাওয়ার কিছুদিন পর গতকাল সোমবার দুপুরে তুলনা অসুস্থ হয়ে পড়লে তুলনার স্বজনরা গতকালই তাকে পুনরায় কথিত ডাক্তার মমতাজের নিকট নিয়ে যায়। মমতাজ তাদের জানায়, সিজারের সেলাই খুলে গেছে। পুনরায় সেলাই দিতে হবে। তার কথামতো স্বজনরা রাজি হলে তুলনাকে হাতুড়ে ডাক্তার মমতাজ ইনজেকশন পুশ করে ফের সেলাই করে। সেলাইয়ের ঘন্টাখানেক পরও তার জ্ঞান না ফেরায় তুলনার স্বজনরা উচ্চবাচ্য করতে থাকেন। এক পর্যায়ে ওই ডাক্তার সটকে পড়ে। তড়িগড়ি করে তুলনাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মহিউদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ভুল চিকিৎসায় এ রকম ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে কথিত ডাক্তার মমতাজ আত্মগোপন করেন। সরজমিনে মমতাজের চেম্বারে গিয়ে তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এর আগে ভ্রাম্যমান আদালত কথিত ডাক্তার মমতাজকে ভূয়া ডাক্তার হিসেবে চিহ্নিত করে অর্থদন্ড করে এবং ভবিষ্যতে হবিগঞ্জ শহর ছেড়ে চলে যাবার নির্দেশ দিয়েছিল। কিন্তু মমতাজ ভ্রাম্যমান আদালতের আদেশ মানেনি।