নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জের পুটিয়া গ্রামে কাউছার মিয়া নামে এক যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দুর্র্বৃত্তরা। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতের পারিবারিক সূত্রে জানা যায়, পুটিয়া গ্রামের মৃত আলতাব আলীর পুত্র কাউছার গতকাল সন্ধ্যা ৬টার দিকে শায়েস্তাগঞ্জে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথে গ্রামের একটি হাওরের কাছে পৌছামাত্র একদল দুর্র্বৃত্ত তাকে আটক করে ছুরি দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তার শোর চিৎকার শুনে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতালে নিয়ে এলে কর্মরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।