চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান সভা কক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের হতদরিদ্র ছাত্র/ছাত্রীদের হাতে জনপ্রতি ৪ হাজার টাকা করে আর্থিক সাহায্যের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- উবাহাটা ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য চান্দা আলী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন, নবচেতনার চুনারুঘাট প্রতিনিধি জিলানী আখনজী, উপজেলা চেয়ারম্যান সিও মো. ওয়াহিদুল ইসলাম সুমন প্রমুখ।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের বলেন-চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়া লেখার আগ্রহের লক্ষে এই চেক বিতরণ করা হয়েছে। এই চেকের মাধ্যমে সকলের মঝে অনুপ্রেরণা সৃষ্টি হবে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা গড়ে উঠবে।
এতে করে ছাত্র-ছাত্রীদের মধ্যে আলোরণ সৃষ্টি হবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরও বলেন, আমরা আশা করি এ টাকা শিক্ষার্থীরা লেখা পড়ার কাজে ব্যয় করবে। ফলে শিক্ষার মান আরও গতিশীল হবে।
উল্লেখ্য, চুনারুঘাট উপজেলা পরিষদের রাজস্ব খাত হইতে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ টাকা দেয়া হয়।