ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মহাসড়কস্থ সৈয়দপুর বাজারে সিএনজি স্ট্যান্ডে আতিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইগ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক রোকজন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।
জানা যায়, কয়েকদিন ধরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্ন জলালপুর গ্রামের সিএনজি চালক এবং উমরপুর গ্রামের সিএনজি চালক ও সাধারণ লোকজনের মধ্যে সৈয়দপুর বাজার টু ইনাতগঞ্জ সড়কের সৈয়দপুর বাজারের স্ট্যান্ড নিয়ে ঝামেলা চলে আসছিল । এরই জের ধরে রবিবার বিকালে চৈতন্ন জলালপুর গ্রামের চালক ও উমরপুর গ্রামের সিএনজি চালক এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রামের সিএনজি চালকসহ সাধারণ মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে ।
এসময় উভয় গ্রুপের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে । পরে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন,হবিগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সোহেল’সহ স্থানীয় লোকজনের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন । সংঘর্ষে চৈতন্ন জলালপুর গ্রামের মোঃ মিলাদ মিয়া(১৮),দিলকাস মিয়া (২৭),জিলাদ মিয়া(৩০), শিপন মিয়া(২২),সুমন মিয়া(১৮),মশাহিদ মিয়া(১৮),জিল্দার মিয়া (১৮),ফরিদ মিয়া(২২) জিলু মিয়া(২৫),আনোয়ার মিয়া(৩৫),ফুলকাস মিয়া, (২৫),সাদেক মিয়া (১৫),আব্দুর রুপ(৭৫),লেবু মিয়া(৫৫),রুমান মিয়া(২২), ও উমরপুর গ্রামের রুকন আহমেদ(২৫),ওয়াসির মিয়া (৩০),সাজু মিয়া (২২),মর্তুজা মিয়া (৪০) আইমুল ইসলাম(৪৫),আজিজুল ইসলাম(৩০),রাজু আহমেদ(২৬),নজরুল ইসলাম(৩০) মোহাম্মদ সায়েখ (২৫), ফিরোজ মিয়া(৪৫), শিফু মিয়া (২৭),হাবিব মিয়া (২৮),বাবুল মিয়া (২৮),মায়েদ মিয়া(২২),সহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন ।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল,মৌলভীবাজার সদর হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে । সংবাদটি লেখা পর্যন্ত মামলা দায়ের করা হয়নি ।