নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমি এবং বর্তমান সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের যৌথ সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বক্তব্য রাখেন, নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খাঁন, হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানাজার মো ছোলায়মান মিয়া, হবিগঞ্জ ইন্ডাসট্রিয়াল পার্কের সিনিয়র ব্যবস্থাপক প্রশাসন এহসানুল হাবিব, সাবেক চেয়ারম্যান আলী আহমদ খাঁন, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, ইতালী প্রবাসী আলহাজ্ব এস রহমান চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী এম এ মুনিম চৌধুরী বুলবুল, শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এম এ কাইয়ুম, বিশিষ্ঠ ব্যবসায়ী হাজ্বী নুরুল ইসলাম তালুকদার, নছরতপুর ১১ মেগাওয়টের প্লান্ট ম্যানেজার নাসিম আহমাদ, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ূন কবির সৈকত, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ফিরোজুল ইসলমা চৌধুরী, সাবেক সভাপতি সমুজ আলী আহমেদ, পঞ্চাশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নূরুল হক, শায়েস্তাগঞ্জ ইসলমী ব্যাংকের ব্যবস্থাপক এনামুল হক, গোলাম মুক্তাদির চৌধুরী মাসুদ, সাবেক চেয়ারম্যান এমএ সোবাহান, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ, এডভোকেট সাদেকুর রহমান, মুফতি আব্দুল আউয়াল আসাদী, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ.স.ম আফজাল আলী, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন সাই, মঈনুল হাসান রতন, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, কামরুল হাসান, এম শামীম চৌধুরী, সৈয়দ এমএআর মাসুক ভান্ডারী, আব্দুল হক রেনূ, মিজানুর রহমান সুমন, মহিবুর রহমান, দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম এর সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, তাফহিম চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি সাবিনা আলম বলেন রমজান হচ্ছে ত্যাগ-তিতিক্ষার মাস। এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। সাথে সাথে গরীব অসহায় মানুষের পাশে দাড়াতে হবে।