মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ ‘প্রকৃতি আমার, আমি প্রকৃতির’ এই স্লোগানকে প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, সংশপ্তক পরিবেশ অলিম্পিয়াড- ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। অলিম্পিয়াড পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংশপ্তক, হবিগঞ্জ এর আহ্বায়ক মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে, যুগ্ম-আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন শান্ত ও সদস্য ফাহমিদা জাহান মিথিলার যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. মাহবুব কামাল চৌধুরী, সহকারী শিক্ষক মো.জহিরুল ইসলাম ,ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ,নবীগঞ্জ এর পর্দাথ বিজ্ঞান এর প্রভাষক গৌর শংকর দাস, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সাবিনা চৌধুরী, সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজ,হবিগঞ্জ এর প্রভাষক সারওয়ার পরাগ,সংশপ্তক,হবিগঞ্জ এর যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-মিনহাজুল আবেদীন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী- প্রীতম পাল, বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী শহিদুল সোহাগ, সংশপ্তক সদস্য মশিউর রহমান তুলিপ, মাহবুব হাসান,স্কুল সংগঠক নিজাম উদ্দীন আহমেদ মাহি, শাহ তানজীম আফছার প্রমুখ।
শুরুতেই ফুল দিয়ে অতিথিদের বরণ করেন সদস্য আহমেদ ইমতিয়াজ তাকি। সদস্য নাহিদুল বর চৌধুরী রুহুল এর কাছ থেকে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সহকারী প্রধান শিক্ষক মো. মাহবুব কামাল চৌধুরী।
অলিম্পিয়াডের প্রথম পাঁচজন বিজয়ীদের হাতে বই ও পরিবেশ বন্ধু গাছ তুলে দেন অতিথিরা। বিজয়ীরা হল- সৈকত দাস, দীপংকর দেব সৈকত, উচ্ছাস দেবরায়, চৌধুরী মাহবুব সারোয়ার রাহী,অর্ঘ্য কমল দাশ। হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ সহ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং হবিগঞ্জ জে.কে এন্ড এইচ কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।