বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় নিখোঁজের ৪দিন পর বিষ্ণু দাস নামের স্কুল ছাত্রের লাশ হাওর থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) বিকালে উপজেলার মদনপুর হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিখোঁজ স্কুল ছাত্র উপজেলার রাজানগর গ্রামের হরিদাসের ছেলে। সে ঢাকার সাভার এলাকার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
জানা যায়, গত ৪ জুন বিষ্ণু দান নিখোঁজ হলে তার পিতা হরি দাস বানিয়াচং থানায় একটি জিডি করেন। অনেক স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে মদনপুর হাওরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, সে ঢাকার একটি স্কুলে পড়ালেখা করত। স্কুল বন্ধ থাকায় কিছু দিনের জন্য সে বাড়িতে বেড়াতে এসেছিল।কি কারনে ঘটনাটি ঘটেছে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।