নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া বাজার মনিটরিং করেছে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান। বৃহস্পতিবার দুপুরে তিনি বাজার মনিটরিং করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি পরিবেশন করায় ২ টি ব্যবসা প্রতিষ্ঠান কে ৭ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমকর্তা আবুল হোসেন ।
বুধবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মাধবপুর সদর বাজারে মনিটরিং করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় একটি ব্যবসা প্রতিষ্ঠান কে ২ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়।