আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে বন্ধ হয়নি ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়াখেলা। এন্ডিং জুয়ার দুই এজেন্টকে আটক করেছে পুলিশ।
জানা যায়, আজমিরীগঞ্জ বাজারে বুধবার দিবাগত রাতে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়াড়িদের ধরতে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হুমায়ূন কবিরের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা পোস্ট অফিস চত্বর থেকে ১১টায় পৌর এলাকার আজিমনগর লম্বাহাটি গ্রামের বাসিন্দা স্থানীয় এজেন্ট কালাই মিয়ার পুত্র মাক্কুত মিয়া (৩০) ও একই এলাকার আয়না মিয়ার পুত্র জয়নাল মিয়া (৩৫)কে আটক করে।
উল্লেখ্য আজমিরীগঞ্জে দেড় বছরেরও বেশী সময় চলছে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়াখেলা। ওই জুয়াখেলায় অংশ নিয়ে এলাকার শতাধিক লোক ঋণগ্রস্থ হয়ে এলাকা ত্যাগ করেছে।