মনিরুল ইসলাম শামিম ॥ পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল আয়োজনের লক্ষ্যে বাহুবল মডেল প্রেস ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল দুপুর ২টায় বাহুবল মডেল প্রেস ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ মাওলানা নূরুল আমীন, অর্থ সম্পাদক এম এ মজিদ তালুকদার, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, সাহিত্য সম্পাদক সেলিম আহমেদ আখঞ্জী, সাংবাদিক নূরুল ইসলাম মনি, এম. সাজিদুর রহমান, এম. এ জব্বার ফুল মিয়া, আব্দুল মজিদ শেখ, হুমায়ুন কবির, ইসমাইল মাহমুদ ফিরোজ, সুহেল আহমেদ প্রমুখ।
সভায় সকলের সিদ্ধান্তক্রমে আগামী ১৬ রমজান সোমবার ক্লাব কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভার তারিখ নির্ধারণ করা হয়।