নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রাকিবা বেগম (১৭) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ জুন) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাকিবা লোহাইদ গ্রামের শিশু মিয়ার মেয়ে ও স্থানীয় শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির (এস.আই) উপ-পরিদর্শক মো. ফখরুজ্জামান জানান, রাকিবা এ বছর শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু পরীক্ষায় উত্তির্ণ হতে না পারায় সে কিছুদিন ধরে মানসিক আঘাতগ্রস্ত ছিল। প্রায় সময়ই সে মন খারাপ করে বসে থাকত।
তিনি আরও জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরীক্ষায় খারাপ করার বেদনায়ই সে মঙ্গলবার রাতে ঘরে পাশের একটি গাছের সাথে গলায় ফাঁস লাগায়। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্থর করা হয়।