হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকাল ৫টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভিন এই দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের ইদ্রিছ আলীর ছেলে খোকন মিয়া, একই গ্রামের আতাউর রহমানের ছেলে মঞ্জুরুল হক ও চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের আব্দুস সোবহানের ছেলে খলিল মিয়া।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ জানুয়ারি হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়ক থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ ৩ যুবককে আটক করেন। পরে তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ এবং তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
মামলা চলাকালে আসামীরা জামিনে ছাড়া পেয়ে আত্মগোপন করে। সোমবার রায় ঘোষণাকালে আসামীরা পলাতক ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। আসামীপক্ষে ছিলেন অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম।