নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলালোকনাথ সেবা সংঘের উদ্যোগে ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর ১২৭ তম তিরোধান তিথি উৎসব পাল করা হয়েছে।
গত শনিবার ১৯শে জৈষ্ট্য দিনব্যাপী পৌর এলাকার আক্রমপুরস্থ লোকনাথ মন্দিরে বিভিন্ন অনুষ্টান মালার মধ্যে ছিল, শ্রীমদভাগবত পাঠ,বাল্যভোগ,পদাবলী কীর্তন,প্রসাদ বিতরন,রাজভোজ,সন্ধ্যারতি,ভক্তিমুলক গান,হরির লুট। দিনব্যাপী উক্ত অনুষ্টান মালার প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।