ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরে বিষ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সামছু মিয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৫ জুন) দুপুরে উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে। সামছু মিয়া ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ জুন) সামছু মিয়ার পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলে। সোমবার সকালে তিনি জানতে পারেন তার প্রতিবেশী ইসমাইল মিয়ার ছেলে আয়াত আলী তার পুকুরে বিষ প্রয়োগ করে।
ঘটনাটি জানার পর সামছু মিয়া প্রতিবেশী আয়াত আলীকে জিজ্ঞেস করেন কেন এ কাজ করল। তখন তারা দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে আয়াত আলীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সামছু মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। এতে সামছু মিয়া গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানা গেছে।