নিজস্ব প্রতিনিধি : বানিয়াচংয়ে শিক্ষকদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণের সনদপত্র প্রদান করা হয়েছে। রোববার বিকালে উপজেলা আইসিটি ভবনে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূর-এ আলম। সংশ্লিষ্টরা বলেছেন, দুই শিফটে বিভিন্ন কলেজ, হাইস্কুল ও মাদ্রাসার ৪৮ জন শিক্ষক ১৫ দিনের প্রশিক্ষণ নিয়েছেন। এটি ছিল ২১ ও ২২ তম ব্যাচের প্রশিক্ষণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষত শিক্ষক গড়তে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস শিক্ষকদের এই প্রশিক্ষণ দিচ্ছে।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাওছার শোকরানা। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি আমির হুসেন মাস্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায় ও সাধারন সম্পাদক উপাধক্ষ্য আতাউর রহমান। প্রশিক্ষক আবদুল মান্নান চোকদারেরর সঞ্চালনায় আরও বক্তব্য দেন প্রভাষক বিনয় চন্দ্র গোপ, শিক্ষক পিংকু লাল দাশ, জুয়েল মিয়া, প্রশিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মো.মোফাজ্জল হোসেন মুকুল। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক মজিবুর রহমান ও গীতাপাঠ করেন শিউলি রানী দাশ।