নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার বংশিবপাশা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় লোকমান হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় তার স্ত্রী সাহেদা খাতুন (৪৫) আহত হয়। নিহতের পুত্র সালা উদ্দিন জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের ভেদু মিয়ার পুত্র সামছুল মিয়ার সাথে তার পিতার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সামছুল মিয়াসহ ৭/৮ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গত ৩১ মে বিকালে তাদের বাড়িতে হামলা চালায়।
এ সময় বাঁধা দিলে তার পিতা লোকমান হোসেন ও মা সাহেদা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করা হয়। তাদেরকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গত শুক্রবার বিকালে ওই হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া হয়। ফলে লোকমানকে বাড়ি নিয়ে যাওয়া হয় এবং ওইদিন রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি আজমিরীগঞ্জ থানাকে অবগত করলে এসআই কামরুল হাসান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে গতকাল শনিবার হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত লোকমান ওই গ্রামের মৃত কুহিল মিয়া ওরফে গেদু মিয়ার পুত্র। গতকাল ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করে পুলিশ। ঘটনার পর থেকে সামছুলকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।