নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার দরগা গেইট এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ ৪জন আহত হয়েছেন। আহতরা হলেন- কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চরনারায়ণপুরের বাসিন্দা ট্রাক চালক আল আমিন (২৮), ট্রাক চালক ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ইপাড়ার বিপুল সরকার (২৩) ও দুই হেলপার। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজিবাজার দরগা গেইট নামক স্থানে এ দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে এম্বুলেন্সযোগে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ ফায়ার ইনচার্জ জামাল উদ্দিন শাহীন জানান, উভয় ট্রাক চালকের পা ভেঙ্গে গেছে। হেলপারও আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।