শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: খুচরা তেল বিক্রি না করায় কিছু দুর্বৃত্তদের হামলায় নোয়াপাড়া আল-আমিন পেট্রোল পাম্প ব্যবস্থাপক গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সকাল ৬টার দিকে ৩/৪ জন দুস্কৃতিকারী যুবক রিস্কা যুগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নস্থ আল-আমিন পেট্রোল পাম্পে আসে।
এসময় দুর্বৃত্তরা খুচরা ভাবে তেল নেওয়ার জন্যে বোতল নিয়া আসলে খুচরাভাবে পেট্রোল বিক্রি দিতে ব্যবস্থাপক নারাজ হলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুস্কৃতিকারী দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে এলোপাতারিভাবে ব্যবস্থাপক মনির হোসেনকে মারধোর শুরু করে।
তার চিৎকারে পার্শ্ববর্তী আল-আমিন হোটেলের ভয় ও দূরদুরান্তের যাত্রীরা এসে ব্যবস্থাপককে আহত অবস্থায় উদ্ধার করে। লোকজন আসার টের পেয়ে ৩-৪ জন দুর্বৃত্তরা দূরে পালিয়ে যায়।
আহত ব্যক্তিকে লোকজন উদ্দার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খবর পেয়ে একদল পুলিশ, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ পেট্রোল পাম্পসহ আহত ব্যক্তিকে পরিদর্শন করেন।
আহত ব্যক্তি জানান, দীর্ঘ বৎসর যাবত নোয়াপাড়া ইউপি এলাকায় অবস্থান করে আলআমিন হোটেল ও আলআমিন পেট্রোল পাম্পে ব্যবস্থাপক হিসেবে চাকুরী করে আসছেন। এ দুইটি প্রতিষ্ঠান কুমিল্লা জেলার বাবুল চৌধুরী মালিক।
ব্যবস্থাপক এ প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিকে জানান, হামলা কারীরা হলেন নোয়াপাড়া ইউপির ইটাখলা (কাশিপুর) গ্রামের প্রয়াত সাবেক আওয়ামীলীগ নেতা সৌকত হোসেন আলফাজ হোসেন এর পুত্র মোঃ মনির মিয়া (৪৫) মোঃ মাসুদ মিয়া (৩৬) জগদীশপুর গ্রামের মৃত মোঃ বেনু মিয়ার পুত্র সিলেট বিভাগীয় জেএমবি সদস্য মোঃ মিন্টু আনোয়ার (৩২) সহ অজ্ঞাত আরো একজন রয়েছেন। বিকাল ৪টা এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।