ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে রিপন সরকার (১২) নামে এক শিশুর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
সে উপজেলার নতুল্লাপুর গ্রামের উমেশ সরকারের ছেলে ও স্থানীয় আতুকুড়া খাঁন বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রিপনের বড় বোন বাড়ির একটি পরিত্যক্ত ঘরের তীরের সাথে তার মরদেহ ঝুঁলতে দেখে চিৎকার শুরু করে।
পরে স্থানীয়রা এগিয়ে এসে তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনীক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। হবিগঞ্জ সদর আধুনীক হাসপাতালের চিকিৎসক ডা. বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।