স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ। মুখোমুখি ওয়ানডেতে গত দুই বছরে সবচেয়ে বেশি উন্নতি করা দুই দল বাংলাদেশ ও ইংল্যান্ড। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্বাগতিক ইংল্যান্ড। অন্যদিকে আইসিসির কুলিন প্রতিযোগিতার ‘কালো ঘোড়া’র তকমা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাঠ হওয়ায় ইংল্যান্ড কিছুটা এগিয়ে থাকবে। তবে টাইগাররা বড় মঞ্চে যেকোনো দলকে হারানোর মতো যোগ্যতা অর্জন করেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মঞ্চ প্রস্তুত। সেই মঞ্চে রোমাঞ্চ ছড়ানোর পালা টাইগার ও থ্রি লায়ন্সদের।
বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচটি লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভ, মাছরাঙা টিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস।
সম্ভাব্য একাদশ-
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, অ্যালেক্স হেলস, এউইন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট ও মার্ক উড।