হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী হবিগঞ্জ সদর উপজেলার ভাঙ্গাপুল এলাকার পশ্চিম ভাদৈ গ্রামের আল আমিন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে একটি মোটরসাইকেল যোগে তিনজন হবিগঞ্জের উদ্যেশে ফিরেছিলেন। বিকাল ৫টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া নামক স্থানে পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা সীমনা পিলারে ধাক্কা লেগে ঘটনাস্থলে আল আমিন নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরন করেছে।
প্রত্যক্ষদর্শী বড়গাও গ্রামের তাজুল ইসলাম জানালেন, রাস্তার পাশে অবৈধ ভাবে বালু ট্রাকে তুলার ফলেই এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুপু কর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।