নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
সোমবার দুপুর ১২টার হরতাল ও অবরোধের সমর্থনে জেলা ২০দলীয় জোটের আয়োজনে হবিগঞ্জ পৌর সভার মাঠ থেকে মিছিলটি শুরু হয়।
পরে মিছিলটি শহরের বেবিষ্টেন এলাকায় এক সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সহসভাপতি এড্যভোকেট খালিকুজ্জামান চৌধুরীর সভাপতিত্তে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান, সেক্রেটারি মাওলানা মোশাহিদ আলী, খেলাফত মজলিস এর সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল করিম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড্যভোকেট হাজী নুরুল ইসলাম,মিনহাজ উদ্দিন কাসেদ, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক উপজেলা ভাইষ চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন শামিম, জেলা জাসাদ সভাপতি অধক্ষ মিজানুর রহমান, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন প্রমূখ।