মনিরুল ইসলাম শামিম ॥ বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের ১ কোটি ৮০ লক্ষ ৬১ হাজার ৫শত ৫৭ টাকার উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার (৩০ মে) দুপুর দেড়টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম। ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলমের সভাপতিত্বে ও মোঃ হুসাইন কবীর তালুকদারের পরিচালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দীন।
২০১৭-১৮ অর্থ বছরের খসড়া বাজেটে আয়ের খাতের মধ্যে রাজস্ব থেকে ২৩,০৩,৪৮০ টাকা ও উন্নয়ন খাত থেকে ১,৫৯,২০,৮৬০ টাকা মিলিয়ে মোট ১,৮২,২৪,৩৪০ টাকা দেখানো হয়েছে । আর ব্যয়ের রাজস্ব খাতে ২২,২৯,১৯৭ টাকা ও উন্নয়নে খাতে ১,৫৮,৩২,৩৬০ টাকা মিলিয়ে মোট ১,৮০,৬১,৫৫৭ টাকা ধরা হয়েছে।
বাজেট ঘোষাণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা চৌধুরী ফুল মিয়া, মুক্তিযোদ্ধা এনামুল হক, আওয়ামীলীগ নেতা শাহ শওকত আলী, প্যানেল চেয়ারম্যান মোঃ নানু মিয়া, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, মেম্বার আব্দুল মতলিব, আবিদুর রহমান, আব্দুর রেজ্জাক, আব্দুর রহিম, মোঃ মাজু মিয়া, তাহির মিয়া, বিকাশ দাশ, জয়দেব কৃষ্ণ দাশ, দিলারা খাতুন, ইউপি উদ্দোক্ত মোঃ মনির খান, সাবেক মহিলা মেম্বার লক্ষী রাণী দাস, সবিনয় দাস, মাওলানা শাহ আব্দুল্লাহ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জামাল খা, জুনায়েদ আহমেদ (রংগু) প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমি বাহুবলে যোগদান করার পর এটি আমার প্রথম কোন বাজেট অনুষ্ঠানে অংশগ্রহণ। ভাল লেগেছে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদের সামনে কথা বলতে পেরে। আমি বাহুবল উপজেলায় যোগদান করে জানতে পেরেছি এ উপজেলাটি শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়া একটি উপজেলা। যেখানে বাংলাদেশের শিক্ষার হার ৭১%, সেখানে বাহুবল উপজেলার শিক্ষার হার ৩৯%। বিষয়টি খুবই দুঃখজনক। আমি বাহুবলে যতদিন থাকব ততদিন শিক্ষা খাতে উপজেলাটিকে এগিয়ে নিতে কাজ করে যাব। আমি এ কাজ করতে উপজেলার প্রত্যেকটা গ্রামে-গ্রামে, পড়া-মহল্লায় যাব। তাদের বুঝাতে চেষ্টা করব যে লেখাপড়া না করলে কোন জাতি উন্নয়নের শিখড়ে পৌছাতে পারে না। তবে আমাকে এ কাজে সফল হতে হলে সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্বক সহযোগিতা লাগবে। আমি আশা করি আপনারা সকলের সহযোগিতা নিয়ে বাহুবল উপজেলাকে শিক্ষা খাতে দেশের সেরাদের তালিকায় পৌছাতে পারব। তিনি ঘোষিত বাজেটে শিক্ষা খাতকে অগ্রাধিকার দেয়ার পরামর্শ দেন।