ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।
আশংকাজনক অবস্থায় আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয। পরে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা ও বর্তমান ইউপি সদস্য মো. কাজল মিয়া (৫৫) এবং একই গ্রামের বাসিন্দা মো. উস্তার খাঁ (৬০) এর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকাল ১০টায় আজমিরীগঞ্জ পৌর এলাকার মুন সিনেমাহলের অদূরে টমটম স্ট্যান্ডে মো. উস্তার খাঁ’র পুত্র জয়নুল খাঁ (২৩) ও একই এলাকার কাজল মিয়ার বড়ভাই মৃত জহুর মিয়ার পুত্র মো. আবিদুর রহমান (২০) টমটমের সামনের আসনে বসা নিয়ে প্রথমে বাক-বিতন্ডা হয়।
পরে উভয়ের মধ্যে সংঘর্ষের উপক্রম হলে আশপাশের লোকজন এসে তাদের শান্ত করেন। এ ঘটনার জের ধরে দুপুর ২টায় মো. কাজল মিয়ার পুত্র অলিউর রহমান (৩০) এর নেতৃত্বে প্রায় ১২ থেকে ১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উস্তার খাঁ’র বাড়িতে অতর্কি হামলা চালায়। এ সময় জয়নুল খাঁ বাড়ির আঙ্গিনায় খরের গাদা তৈরীতে ব্যস্ত ছিল। কোন কিছু বুঝে উঠার আগেই তাকে বেধরক মারপিট করে।
এক পর্যায়ে ঘটনাস্থলেই সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই পরিবারের আরও ৪ জন আহত হয়েছে। তারা হলেন- মো. উস্তার খাঁ (৬০), স্ত্রী মোছা. নকূল বিবি (৫৫), ছেলে মো. ময়েল খাঁ (৩৫) মেয়ে তাহমিনা বেগম (২৫)। তাদের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ময়েল ও তাহমিনাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। পরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. অহিদুর রহমান পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. বাচ্চু মিয়াকে (৫০) আটক করেন।