ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামে বিবিয়ানা জীবিকা প্রকল্পের কৃষক মাঠ দিবস উদযাপন হয়েছে। ব্রাক শেভরন এর সহযোগীতায় ও আইডিয়ার বাস্তবায়নে জীবিকা প্রকল্পের সুবিধাভোগী মিনাজপুর গ্রামের ইলিয়াছ মিয়া ভূট্রো প্রকল্পের সহযোগিতায় ইউ এম এস ও রেডিফিড এর মাধ্যমে ৪ মাস মেয়াদী ১ টি গরু লালন পালন করেন।
সুবিধাভোগী কৃষক ভূট্রো বলেন মেয়াদ শেষে তিনি প্রায় ১৬ হাজার ৬৪৮ টাকা লাভ করবেন। মিনাজপুর গ্রাম সমাজ উন্নয়ন কেন্দ্রের সভাপতি মোঃ জহুর উদ্দীনের সভাপতিত্বে ও আইডিয়ার উপজেলা ম্যানেজার জনাব আবুল কালাম আজাদের পরিচালনায় সোমবার দুপুরে উক্ত কৃষক মাঠ দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উৎপাদন দলের সদস্য বৃন্দ, প্রাণী সম্প্রসারণ কর্মী, ভিডিও’র নেতৃবৃন্দ,কালেক পয়েন্ট কমিটির সদস্যবৃন্দ ও জীবিকা প্রকল্পের কর্মকর্তা বৃন্দ।
সমন্বিত উন্নয়ন কর্মসূচী জীবিকা প্রকল্পের আয়োজনে উন্নত পদ্ধতিতে গরু মোটা তাজা করণ এর প্রদর্শনী বিষয়ক মাঠ দিবসে স্বাবলম্বী কৃষক ইলিয়াছ মিয়া ভূট্রো এর সফলতা নিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সভাপতি মোঃ জহুর উদ্দীন, ইউপি সদস্য ফজলুল করিম মিছবা, সাংবাদিক এম, মুজিবুর রহমান,মোঃ আব্দুর রকিব, মোঃ নুরুল হক, মোঃ জামাল মিয়া ,আরস মিয়া প্রমূখ।