নিজস্ব প্রতিনিধি : মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে শায়েস্তাগঞ্জ গ্রীণ ফেয়ার আইডিয়াল স্কুলে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাউয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ শামসুর রহমান। স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াসির খানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন, সহকারী শিক্ষক মাওঃ আজিজুর রহমান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।