এটিএম সালাম, নবীগঞ্জ থেকে॥ নবীগঞ্জে পিতার হাতে মাদ্রাসা পড়–য়া ছেলে খুন হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘাতক পিতা আদম আলী (৬৫)কে আহত অবস্থায় নবীগঞ্জ হাসপাতালে গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল রবিবার বিকালে উপজেলার সর্দারপুর (লক্ষিপুর) এলাকায়। এদিকে ছেলে খুনের ঘটনায় মা রুপিয়া বেগম বার বার মুর্চা যাচ্ছেন। বাড়িতে পড়েছে কান্নার রুল। পুলিশ হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করেছে।
জানাযায়, উপজেলার করগাওঁ ইউনিয়নের সর্দারপুর (লক্ষিপুর) গ্রামের ৬ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক মৃত বাদশা মিয়ার ছেলে আদম আলী রবিবার বিকালে তার হাফিজিয়া মাদ্রাসায় পড়–য়া ছেলে এনামুল হক (১৫) কোরআন শরীফ তেলাওয়াত শেষে ঘরে চেয়ারে বসা অবস্থায় মাদ্রাসায় না যাওয়ার অজুহাতে দা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে পেলে। ফেরাতে গিয়ে পিতাও আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত পিতা-পুত্র’কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার পিতা আদম আলীকে ভর্তি এবং ছেলে এনামুল হক’কে আশংকা জনক অবস্থায় সিলেট প্রেরন করা হয়। মুমুর্ষ অবস্থায় এনামুল হক’কে সিলেট নেয়ার পথে সে মৃত্যুর খোলে ঢলে পড়ে।
এ খবর টি তাৎক্ষনিকভাবে এলাকায় পৌছলে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ নবীগঞ্জ হাসপাতালে ভর্তি ঘাতক পিতা আদম আলীকে চিকিৎসারত অবস্থায় গ্রেফতার করেছেন। এ ব্যাপারে নিহতের মা রুপিয়া বেগম ঘাতক স্বামী আদম আলীকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে ধৃত ঘাতক আদম আলী বলেন, দীর্ঘদিন ধরে ছেলে এনামুল হক মাদ্রাসায় যায় না। জিজ্ঞাসা করলে হুজুরদের অজুহাত দেয়। ঘটনার দিনও তাকে মাদ্রায় যেতে বলি, সে মাদ্রাসায় না গিয়ে বাড়িতে থাকায় তার রাগ হয়।
এক পর্যায়ে দা দিয়ে তাকে কুপিয়েছেন। তবে মারা যাবে বুঝতে পারেন নি। মামলার বাদীনি নিহতের মা ও আসামীর স্ত্রী রুপিয়া বেগম বলেন, ছেলেটি ১৮ পাড়া কোরআন শরীফ মুখস্থ করেছে। নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ও কামাড়গাওঁ হাফিজিয়া মাদ্রাসায় পড়ে।
গতকাল রবিবার জোহরের নামাজ শেষে ঘরে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে বিকাল বেলা চেয়ারে বসা অবস্থায় তার ঘাতক স্বামী দা দিয়ে ছেলেকে কুপিয়েছে। এ সময় পিতার হাতের দা ছুটাতে গিয়ে আদম আলীও আহত হয়। এলাকাবাসী জানান, আদম আলী একজন বদরাগী মানুষ। কথায় কথায় যে কাউকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অনেকে ভয়ে তার কাছে যেতে সাহস পায়না।
উল্লেখ্য, প্রায় ৮/১০ বছর পুর্বে উক্ত আদম আলী নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের সোহেলুজ্জামান লিপটন’কে তার বাড়ির সামনে পেয়ে অজ্ঞাত কারনে দা দিয়ে কুপ দিয়ে তার একটি হাত দ্বিখন্ডিত করে পেলে। উক্ত সোহেলুজ্জামান হিরামিয়া গার্লস হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বদরুজ্জামানের ছোট ভাই। পরে সোহেলুজ্জামান’কে লন্ডন পাটিয়ে কৃত্রিম হাত লাগানো হয়।