নিজস্ব প্রতিনিধি: বিশ্ব স্বাস্থ্য দিবস’১৭ উপলক্ষ্যে হবিগঞ্জে রবিবার জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ সাবিনা আশরাফী লিপির সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার মোঃ শফিউল আলম।
আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন সেইভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল মা-মনি এইচ এস এস প্রকল্পের সিনিয়র ম্যানেজার ডঃ বিভাকর রায়।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা ডাঃ নাছিমা খানম ইভা, হাসপাতাল সুপার ডাঃ মোঃ আশরাফ উদ্দিন, এমও ডিসি ডাঃ নির্ঝর ভট্রাচার্জ, ইউনিসেফের জেলা নিউট্রিশন অফিসার হোসনে আরা বেগম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন এমও সিএস ডাঃ মোঃ মোখলিছুর রহমান উজ্জল। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট নিখিল রঞ্জন শর্মা।
প্রধান অতিথি বলেন, যদিও প্রতিবেদনে দেখা যায় যে, বিগত ৫ বছর থেকে হবিগঞ্জে তুলনামূলকভাবে মাতৃমৃত্যু কমে আসছে এবং অন্যান্য জেলার তুলনায় হবিগঞ্জে মাতৃমৃত্যুর হার কম, তথাপিও আমাদেরকে মাঠ পর্যায়ে কাজের গুনগতমান আরো বৃদ্ধি করে প্রাতিষ্ঠানিক ডেলিভারীর প্রতি উদ্ধোদ্ধ করতে হবে। জন্ম বিরতিকরণের প্রতি মানুষকে সচেতন করতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধ এবং জন্ম বিরতির করণই মাতৃমৃত্যু রোধে বিশেষ ভুমিকা রাখবে।