ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥‘নতুন দিন’ সীমান্তিক নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৭ইংরেজী “নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্য কেন্দ্রে চলো যাই” এই স্লোগানকে সামনে রেখে রবিবার দুপুর ১২টার সময় ঢাকা- সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি উপ- স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে সীমান্তিক নতুন দিনের হবিগঞ্জ ডিষ্ট্রিক টিম লিডার শরিফ আল মঞ্জিল এর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলার অফিসার এফ এস আব্দুস শাকুর পরিচালনায় আলোচনা সভা ও র্যালী অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওত করেন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মসজিদের মোয়াজ্জিন রহমত আলী জ্বালালী।
উক্ত নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৭ইং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা প.প কর্মকর্তা ডাক্তার জাহাঙ্গীর আলম।
বিশিষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রোগ্ররাম অফিসার ডকুমেন্টশন মাহবুবুর রহমান, রোকেয়া খাতুন তালুকদার, ডাঃ নুর ইসলাম তালুকদার, চ্যানেল এস/ দৈনিক হবিগঞ্জ সমাচার নবীগঞ্জ প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক বুলবুল আহমদ, আউশকান্দি হীরাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দুধু মিয়া, নিবা রাণী আর্চায্য, এস এস আইডিয়ার সদস্য তাহনিয়া আক্তার রিমা প্রমূখ।