শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে চেকপোস্ট বসিয়ে কাগজপত্র বিহীন ৬টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। রোববার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার কাছে ওসি মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে এ চেকপোস্ট চলাকালে এসব সাইকেল জব্দ করে মামলা দেয়া হয়। এ সময় থানার এসআই মোঃ সানা উল্লাহ, এএসআই আতিকুল আলম, আব্দুল খালেকসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন। অভিযানের সত্যতা নিশ্চিত করে ওসি মোঃ ইয়াছিনুল হক বলেন অপরাধ নির্মূলে এ ধরণের অভিযান চলবে।