বিশেষ প্রতিনিধি : বর্তমান সময়ে দেশে একটি উগ্রপন্থি দল ইসলামের নাম নিয়ে নিরিহ মানুষকে হত্যা করে দেশের আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাচ্ছে যা রাষ্ট্র ও ইসলাম বিরোধী। ইসলামের কোথাও জঙ্গীবাদের কথা লিখা নেই।
হুদায়বিয়ার সন্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম । সম্প্রতি চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামে প্রতিষ্ঠিত মফিজউদ্দিন চৌধুরী দাখিল মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাভকদের সাথে সম্পর্ক উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা সেতু বন্ধনে প্রধান অতিথির ভাষণে হবিগঞ্জ জেলার এ,এস,পি জনাব রাজু আহমেদ উপরোক্ত কথা গুলি বলেন। তিনি আরো বলেন, ইভটিজিং ও মাদক একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি থেকে মুক্ত হতে হলে অভিবাভকদের আরো সচেতন হতে হবে।
যেকোনা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহবান জানিয়ে বলেন পুলিশ জনগণের শত্রু নয় বরং বন্ধু। স্বপন চৌধুরী সাহেবের সভাপতিত্তে উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য প্রধান করেন চুনারুঘাট থানার ইনভিষ্টগেশন অফিসার বাবু বিপ্লব কুমার, মোস্তফা কামাল ও মাদ্রারাসার শিক্ষা উপদেষ্টা প্রভাষক এহতেরামুল হক সোহাগ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রারাসার শিক্ষক মইনুল হাসান রাসেদ। সভাশেষে মিলাদ পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম।