মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার খড়কি গ্রামে মদ খেয়ে পিতাকে মারধোর করার অপরাধে ছেলেকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পুলিশ সূত্রে জানা যায়, জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের রেহান মিয়া (২৫) প্রায়ই মদ খেয়ে তার পিতা আবু লালকে মারধোর করে। আবু লাল অতিষ্ঠ হয়ে আত্মীয়-স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে পুত্রের বিরুদ্ধে অভিযোগ করলে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয় পুত্র রেহান। রোববার সকালে রেহান মদ খেয়ে আবারও পিতাকে মারধোর করে। ফলে বাধ্য হয়ে পিতা আবু লাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই আব্দুল আউয়াল গতকাল দুপুরে মাতাল অবস্থায় রেহানকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রেহানকে ৬ মাসের কারাদন্ড দেন।