ডেস্ক : দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার থেকে শুরু হচ্ছে প্রথম রমজান।
শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ধর্মমন্ত্রী মতিউর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, দেশের সাতটি বিভাগীয় এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া অফিস থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর মেলেনি। তাই বাংলাদেশের মুসলমানরা রোববার থেকে রোজা পালন করবেন।
এদিকে শনিবার থেকে সৌদি আরবে রোজা শুরু হবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিমকোর্ট। বৃহস্পতিবার সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নেয় সুপ্রিমকোর্ট।