নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার সহযোগিতায় হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পৌরসভার পুরানবাজার কাঁচামাল হাটায় এ সভা অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক পৌর কাউন্সিলর খায়রুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। এ সরকারের কাছ থেকে একের পর এক বরাদ্দ নিয়ে এসে হবিগঞ্জ-লাখাই ও শায়েস্তাগঞ্জের সর্বত্র উন্নয়ন কাজে বরাদ্দ প্রদান করছি।
এ বরাদ্দে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে উন্নয়ন হয়। এর প্রমাণ শায়েস্তাগঞ্জে পৌরসভা ও থানা প্রতিষ্ঠা হয়েছে। এবার শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপ দেয়া সময়ের ব্যাপার। তিনি বলেন, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে ভবনসহ অনার্স কোর্স চালু করেছি। আলিয়া মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়, গার্লস স্কুলে নতুন ভবন নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ প্রদান করেছি। চালু হয়েছে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন। থানা ভবনের জমি নির্ধারণ হয়েছে। ভবন হবে।
শায়েস্তাগঞ্জের স্থানে স্থানে বরাদ্দ প্রদান অব্যাহত রেখেছি। তিনি বলেন, পুরানবাজার কাঁচামাল হাটা সংলগ্ন মসজিদের উন্নয়নে ইতিপূর্বে বরাদ্দ প্রদান করেছি। আরও বরাদ্দ দেব। আপনাদের সুখ দুঃখে জননেত্রী শেখ হাসিনা’র একজন কর্মী হিসেবে সব সময় পাশে রয়েছি। তিনি বলেন, গত নির্বাচনে শায়েস্তাগঞ্জে আপনারা নৌকায় ভোট দিয়ে ছালেক মিয়াকে মেয়র নির্বাচিত করেছেন। এর সুফল আপনারা পেতে শুরু করেছেন। ইতিমধ্যে শায়েস্তাগঞ্জ পৌরসভার আনাচে কানাচে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে। জননেত্রী সরকার ক্ষমতায় বলেই এ উন্নয়ন করা সম্ভব হচ্ছে। তাই উন্নয়ন নিয়ে আর ভাবতে হবে না। উন্নয়ন চলমান থাকবে।
সভাপতি’র বক্তব্যে পৌর মেয়র ছালেক মিয়া বলেন, আপানদের ভোটে জননেত্রীর নৌকা প্রতীক নিয়ে আমি পৌর মেয়র নির্বাচিত হয়েছি। আমি চাই শায়েস্তাগঞ্জকে প্রকৃত মডেল শহরে রূপ দিতে। তাই আমি নির্বাচিত হবার পর থেকেই সবাইকে সাথে নিয়ে উন্নয়ন কাজ শুরু করেছি। উন্নয়ন কাজ করে যেতে চাই। এতে চাই পৌরবাসীর দোয়া ও ভালবাসা।
এতে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ ইমরানুল হোসেন, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন, বিভিটি জেলা প্রতিনিধি আলমগীর খান, জেলা আওয়ামীলীগ উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাসুদউজ্জামান মাসুক, যুবলীগ নেতা ফরিদ হাসান, পৌর মহিলা আওয়ামীলীগের আহবায়ক সাবেরা সুলতানা হ্যাপী, পৌর কাউন্সিলর আব্দুল গফুর, নওয়াব আলী, জিতু আহমেদ মাখন, তহুরা খাতুন লাইজু, আছমা আব্দুল্লাহ, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী শফিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ প্রমুখ।