ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে প্রায় ২লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে ।
অল্পের জন্য ভয়াবহ আগুনের কবল থেকে রক্ষা ফেল ঐতিহ্যবাহী ছুবহান ম্যানশন।
উপজেলার আউশকান্দি বাজারের ছুবহান ম্যানশনের নিউ এ.কে পুস্পালয় ও ভিডিও রেকডিং এন্ড শেরওয়ানী পাগড়ী সেন্টারে ব্যবসা প্রতিষ্টানের মালিক মোঃ বাহার আহমেদ জানান, গত বুধবার দিবাগত রাত অনুমান ১১টার দিকে তিনি জরুরী কাজে দোকান ঘরের সাটার টেনে বাহির হয়ে মার্কেটস্থ জাকির মিয়ার চা স্টলে যাওয়া মাত্রই দেখেন তার ঘরে আগুনের লেলিহান শিখা ধাউ ধাউ করে জ্বলতেছে।
তাৎক্ষণিক তার চিৎকারে আশপাশের লোকজন এসে ও মোটরের পাইপ লাইনের পানি দিয়ে ও স্থানীয়দের সহায়তায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। তবুও তার ব্যবসা প্রতিষ্টান সাজ ঘরের পোষাক, পাগড়ী, সাজের দামী মালামাল সহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুঁড়ে ছাঁই হয়ে যায়। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তিনি ।