নবীগঞ্জ প্রতিনিধি : গতকাল বিকাল ৪টায় সমিতির কার্যালয় ওসমানী রোডস্থ আলম কমপ্লেক্সের ৩য় তলায় আইডল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সভাপতি অনঙ্গ ভূষণ চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক হিমাদ্রী শেখর দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার সুভাষ চন্দ্র দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার হাফিজুল ইসলাম, জেলা সমবায় পরিদর্শক মিজানুর রশিদ, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক রুস্তম আলী, সহকারী পরিদর্শক নয়ন মনি সরকার, পৌর আওয়ামী লীগের সদস্য এটিএম রুবেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিক দাশ, আমিনুল হক। উপস্থিত ছিলেন সমিতির সকল সদস্যবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি ইকবাল আহমেদ বেলাল।