মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জে চুরি করে নিয়ে যাওয়া গরুর তরকারীসহ মাংস উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকালে পশ্চিম তিমিরপুর গ্রামের হোসিয়ার মিয়ার বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের হতদরিদ্র এশ্বাক উল্লার ছেলে ইয়াকুত মিয়ার প্রায় ৫০/৬০ হাজার টাকা মূল্যের একটি গরু (ষাড়) শুক্রবার দিবাগত রাতে চুরি হয়। গরুর মালিক বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারে একই ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের হোসিয়ার মিয়ার বাড়িতে গরুটি রয়েছে। ঘটনাটি ইয়াকুত মিয়া পুলিশকে জানালে নবীগঞ্জ থানার এসআই নুর মোহাম্মদ’র নেতৃত্বে একদল পুলিশ শনিবার সকালে হোসিয়ার মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর ও তার পরিবার পালিয়ে যায়। এ সময় পুলিশ তল্লাশী করে ঘর থেকে রান্না করা গরুর মাংসের তরকারী এবং ন্যাড়ার নীচ থেকে টুকরো টুকরো মাংস ও চামড়া উদ্ধার করে। উক্ত ঘটনার সাথে একই এলাকার আবির মিয়া, হেলাল মিয়াসহ হোসিয়ার মিয়ার পরিবার জড়িত বলে জানা গেছে। এ ব্যাপারে ইয়াকুত মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।