মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জে প্রতিবন্ধি শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করণ বিষয়ক জনতার সংলাপ অনুষ্টিত হয়েছে।
গণসাক্ষরতা অভিযান ও এসেড হবিগঞ্জের আয়োজনে ও ডিএফআইডি’র সহযোগীতায় স্থানীয় জেলাপরিষদ সভা কক্ষে বুধবার দুপরে উক্ত সংলাপ অনুষ্টিত হয়।
এসেড হবিগঞ্জ এর সভাপতি মোঃ এডভেকেট ইলিয়াস বখত’র সভাপতিত্বে ও কাজল সমাদ্দার এর পরিচালনায় সংলাপে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের উপÑপরিচালক মোঃ আহমদল করিম।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ মেম্বার শামীম উসমান, গণসাক্ষরতা অভিযানের উপÑকার্যক্রম ব্যবস্থাপক রেহানা পারভিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যন মোঃ আবিদুর রহমান, নিজামপুর ইউপি চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন তাজ ও বাংলাদেশ প্রতিবন্ধিফোরামের সভাপতি মোঃ রজব আলী প্রমুখ।
শিক্ষক, অভিভাবক, এডোকেশন ওয়াচ গ্রুপের সদস্য ও সুশীল সমাজের ব্যক্তি বর্গ ও সংবাদ কর্মীরা সংলাপে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও বিদ্যালয়ে প্রতিবন্ধিদের উদ্দেশে জনতার সংলাপ করে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।