ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় হবিগঞ্জে ৪ দিনব্যপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৪ মে) সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে (নিমতলা) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. ফজলুর রহমান, জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার বশির আহমেদ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন, কৃষি হলো বাঙালীর প্রাণ। আমরা যারা আছি সবাই কৃষির সাথে নারীসম্পৃত।
শিল্পাঞ্চলে হবিগঞ্জের উন্নয়ন হলেও কৃষিকে আমরা ফেলে দিতে পারব না। আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে আমাদের কৃষক সমাজকে এগিয়ে নিতে হবে। সরকার কৃষির উন্নয়নে সর্বাত্বক কাজ করে যাচ্ছে।