রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ৭১’এর দুর্ধষ রাজাকার কমান্ডার, আল-বদর-আলশামস আওয়ামীলীগ নেতা নবীগঞ্জের আবুল খায়ের গোলাপ ও লাখাইয়ের নেজামী ইসলাম পার্টীর নেতা মৌলানা শফি উদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধমুলক কর্মকান্ডের খুঁেজ হবিগঞ্জে আবারও তদন্ত দল।
আজ মঙ্গলবার সকালে এসএসপি নুর হোসেনের নের্তৃত্বে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার ৫ সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টীম জেলার নবীগঞ্জের বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করবেন।
এসময় তাদের সাথে থাকবেন আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার এবং জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন। এদিকে এই পরিদর্শনকালে তারা ইতিমধ্যে গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ কর্তৃক ৭১’এ সংঘটিত আরও অপরাধমূলক নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন।
এছাড়া পরদিন বুধবার সকালে জেলার লাখাই উপজেলাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রামও পরিদর্শন করবেন। এসময় তারা তৎকালীন পাকিস্তান নেজামী ইসলামী পার্টির নেতা রাজাকার মৌলনা শফি উদ্দিনের বিরুদ্ধে ধারাবাহিক তদন্তের অংশ হিসেবে ৭১’ সালে তার কর্তৃক সংঘটিত নানা অপকর্মের সন্ধান করবেন।
তাছাড়াও ইতিমধ্যে দেশ ত্যাগী একই উপজেলার আওয়ামীলীগ নেতা ও রাজাকার কমান্ডার লিয়াকত আলীর সংশ্লিস্ট যুদ্ধাপরাধ মামলা সংক্রান্ত কিছু বিষয় এবং তৎসংশ্লিস্ট সহযোগিদের সর্ম্পকে তথ্য উপাত্ত সংগ্রহ সহ স্বাক্ষীদেরকে ভয়-ভীতি প্রদর্শন ও হামলার বিষয় নিয়েও সরেজমিন অনুসন্ধান চালাতে পারেন বলে ধারনা করা হচ্ছে। তার আগে গতকাল সোমবার বিকেলে ওই তদন্ত দল হবিগঞ্জে পৌছেন।